পঞ্চম শ্রেণি:- আমার বাংলা বই বিষয় : এই দেশ এই মানুষ (প্রশ্ন এবং উত্তর)

 





পঞ্চম শ্রেণি:-আমার বাংলা বই

বিষয় : এই দেশ এই মানুষ

১. শব্দার্থ লেখ

সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, স্বজন, সার্থক, সাংরাই, বিজু, শ্রদ্ধা, ধাঁচ, পরস্পর, জাতিসত্তা।

উত্তর

সৌভাগ্য - ভালো ভাগ্য

বৈচিত্র্য -  বিভিন্নতা

বেলাভূমি - সমুদ্র বা নদীর তীরদেশ

 প্রান্তর - মাঠ, জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান

স্বজন - আত্মীয়, বন্ধুবান্ধব, নিজের লোক

সার্থক - সফল

সাংরাই - রাখাইনদের নববর্ষ উৎসব

বিজু - চাকমাদের নববর্ষ উৎসব

শ্রদ্ধা - বিশেষ সম্মান, ভক্তি

ধাঁচ - ধরন, রকম

পরস্পর - একের সঙ্গে অন্য

জাতিসত্তা - জাতিগোষ্ঠী

২. শূন্যস্থান পূরণ করে বাক্য সম্পূর্ণ করো।

প্রকৃতি, সৌভাগ্য, বৈচিত্র্য, বেলাভূমি, প্রান্তর, সার্থক

ক. আমাদের--যে আমরা এ দেশে জন্মেছি।

খ. আমাদের দেশে রয়েছে সুন্দর--।

গ. কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায়-বা এর সমুদ্রের--।

ঘ. একই দেশ, অথচ কত--।

ঙ. দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, --, পাহাড়, সমুদ্র-এই সব।

চ. দেশকে ভালোবাসার মধ্য দিয়েই--হয়ে উঠবে আমাদের জীবন।

উত্তর

ক. সৌভাগ্য খ. প্রকৃতি গ. বেলাভূমি ঘ. বৈচিত্র্য ঙ . প্রান্তর চ. সার্থক

৩. বিপরীত শব্দ লেখো

জন্ম, দেশ, আপন, ক্ষুদ্র, জীবন, বন্ধু, সার্থকতা, বাঙালি, বাইরে।

উত্তর

প্রদত্ত শব্দ—বিপরীত শব্দ

জন্ম—মৃত্যু

দেশ—বিদেশ

আপন—পর

ক্ষুদ্র—বৃহৎ

জীবন—মরণ

বন্ধু— শত্রু

সার্থকতা—ব্যর্থতা

বাঙালি—অবাঙালি

বাইরে—ভেতরে

৪. সাধারণ প্রশ্ন ও উত্তর

ক. বাংলাদেশে বাঙালি ছাড়া আর কারা বাস করে?

উত্তর : বাংলাদেশে বাঙালি ছাড়াও বাস করে চাকমা, মারমা, মুরং, তঞ্চঙ্গ্যা, সাঁওতাল, রাজবংশী ইত্যাদি ক্ষুদ্র জাতিসত্তার মানুষ।

খ. বাংলাদেশের বিভিন্ন ধর্মের উৎসবগুলোর নাম কী?

উত্তর : বাংলাদেশের বিভিন্ন ধর্মের রয়েছে বিভিন্ন উৎসব। মুসলমানদের প্রধান প্রধান উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা, হিন্দুদের রয়েছে দুর্গাপূজা, সরস্বতী পূজা, লক্ষ্মীপূজাসহ নানা উৎসব আর পার্বণ। বৌদ্ধদের প্রধান উৎসব বুদ্ধপূর্ণিমা, খ্রিস্টানদের প্রধান প্রধান উৎসব হলো ইস্টার সানডে আর বড়দিন।

গ. বাংলাদেশের জনজীবনের বৈচিত্র্যসমূহ কী কী?

উত্তর : বাংলাদেশের জনজীবন ভীষণ বৈচিত্র্যময়। বিপরীত বৈশিষ্ট্যপূর্ণ ভূ-প্রকৃতির লীলাভূমি এই দেশ। এই দেশের কোথাও আছে পাহাড়, কোথাও সমভূমি, কোথাও নদী, আবার কোথাও আছে সমুদ্রের বেলাভূমি।

ঘ. “দেশ হলো জননীর মতো।’’ দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে কেন?

উত্তর : জননী যেমন তার সন্তানকে স্নেহ মমতা ভালোবাসা দিয়ে আগলে রাখেন তেমনি দেশও তার অধিবাসীদের আলো বাতাস সম্পদ দিয়ে বাঁচিয়ে রাখে। এ কারণে দেশকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে।

ঙ. দেশকে কেন ভালোবাসতে হবে?

উত্তর : আমরা দেশে বসবাস করি। দেশ আমাদের আলো বাতাস পানি সম্পদ দিয়ে বাঁচিয়ে রাখে। দেশের ভালো-মন্দ কল্যাণ-অকল্যাণের সঙ্গে দেশের অধিবাসীর কল্যাণ-অকল্যাণ জড়িত। তাই নিজের কল্যাণের জন্যই দেশকে ভালোবাসতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে।


১। বিপরীত শব্দ লেখ।

বৈচিত্র্য - অভিন্ন পূর্ণিমা - অমাবস্যা

সার্থক - ব্যর্থ দেশ - বিদেশ

জনম - মরণ পাহাড় - সমতল

সৌভাগ্য - দুর্ভাগ্য বাঙালি - অবাঙালি

ক্ষুদ্র - বৃহৎ বন্ধু - শত্রু

গৌরব - অগৌরব আকাশ - পাতাল

কম - বেশি শ্রদ্ধা - ঘৃণা

ভিন্ন - অভিন্ন আত্মীয় - পর

ভালোবাসা - ঘৃণা জননী - জনক

২। সমার্থক শব্দ লেখ/ শব্দার্থ লেখ ।

পার্বণ - উৎসব সার্থক - সফল

জনম - জন্ম প্রকৃতি - নিসর্গ

বৈচিত্র্য - বিভিন্ন ক্ষুদ্র - ছোট

জাতিসত্তা - নৃগোষ্ঠী আত্মীয় - স্বজন

দেশ - ভূখণ্ড নদী - তটিনী

আকাশ - গগন প্রান্তর - মাঠ

গৌরব - গর্ব বন্ধু - সুজন

পেশা - জীবিকা বিচিত্র - বিভিন্ন

উৎসব - অনুষ্ঠান ধাঁচ - ধরন

অধিবাসী - বাসিন্দা দরকার - প্রয়োজন

পাহাড় - গিরি সমুদ্র - অর্ণব

জননী - মা স্নেহ - মমতা

সম্পদ - ধন বাতাস - হাওয়া

৩। এক কথায় প্রকাশ

জনবসতি নেই এমন বিস্তীর্ণ স্থান - প্রান্তর

কৃষিকাজ করেন যিনি - কৃষক

একের সঙ্গে অন্যের সম্পর্ক - পরস্পর

যারা বাংলা ভাষায় কথা বলে - বাঙালি

জন্ম দেন যিনি - জননী

নদী বা সমুদ্রের তীরের বালুময় স্থান - বেলাভূমি

আত্মার সঙ্গে সম্পর্ক যার - আত্মীয়

মাটি দিয়ে যারা জিনিসপত্র তৈরি করেন - কুমোর

মাছ ধরে জীবিকা নির্বাহ করেন যারা - জেলে

অর্থ আছে যার - সার্থক

পর্বত আছে যে অঞ্চলে - পার্বত্য


Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.